পর্দায় তাঁকে একদিনের মুখ্যমন্ত্রী রূপে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে এবার তাঁকে বাস্তবে মুখ্যমন্ত্রী রূপে দাবি করছেন ভক্তরা। মহারাষ্ট্রে যতক্ষণ না পর্যন্ত বিজেপি এবং শিবসেনার আসন নিয়ে রফা হচ্ছে, ততক্ষণ মুখ্যমন্ত্রী পদে অনিল কাপুরকে বসানো হোক। এমনটাই মন্তব্য করলেন অনিল কাপুরের ভক্তরা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর বেকায়দায় বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শিবসেনার সমর্থন নিয়েই বিজেপিকে সরকার গঠন করেত হবে। কিন্তু উদ্ধব ঠাকরের দল মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বেঁকে বসেছে। তাদের দাবি, শিবসেনা থেকে কাউকে একজনকে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে। সেনার ওই দাবির জেরেই মহারাষ্ট্রে আপাতত বিপাকে বিজেপি। এমতাবস্থায় অনিল কাপুরকেই মুখ্যমন্ত্রী করা হোক বলে দাবি করেন অনেকে। নেটিজেনরা এ বিষয়ে দেবেন্দ্র ফডণবীস এবং আদিত্য ঠাকরে কী বলছেন তা নিয়েও প্রশ্ন তোলেন। ভক্তদের ওই দাবির প্রেক্ষিতে মুখ খোলেন অনিল কাপুর নিজে। বলিউড অভিনেতা বলেন, তিনি পর্দার মুখ্যমন্ত্রী হিসেবেই ঠিক। ‘নায়ক’-এর প্রসঙ্গ টেনেই ভক্তদের জবাব দেন অনিল কাপুর।