নোরা ফতেহি গোটা বিশ্বের দরবারে জনপ্রিয়তা লাভ করেছেন। এবার এল নোরার অনুরাগীদের জন্য বড় সুখবর। ওয়ার্নার মিউজিক-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মরোক্কোর সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে আসছে নোরার আন্তর্জাতিক গান। এই সঙ্কল্পের নামও তাঁর নামে, ‘নোরা’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই গানের শুটিং দৃশ্য এবং টিজার। তারপর থেকে, ভক্তরা নোরা ফতেহির প্রথম আন্তর্জাতিক গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ৬জুন মুক্তি পাবে এই গান।