মণিদীপা দাস ভট্টাচার্য-এর লেখা গল্প ‘অবগাহন’-এর ভাবনার উপর তৈরি পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ছবি। এক মহিলার জীবনের নানা ওঠাপড়াকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে কেন্দ্রীয় চরিত্র নিয়ে কথা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। ‘ভাল স্ত্রী’, ‘ভাল মা’-এর তকমা জেতার লড়াইয়ে নিজের শখ, ইচ্ছেকে ভুলে গিয়েছেন তিনি। হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা হয় নায়িকার। তাঁর সঙ্গে কথোপকথনে তিনি বোঝেন জীবনে বাঁচার মানে খুঁজে বের করতে হবে। নিজের ভাল থাকার কারণটা নিজেকেই তৈরি করে নিতে হবে। মেয়েদের স্বেচ্ছায় নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার আছে। ঠিক সেই সময় থেকেই নিজের শখকে গুরুত্ব দিতে শুরু করেন নায়িকা। এরপর শুরু হয় তাঁর লড়াই। স্বামীর মতের বিরুদ্ধে গিয়ে সাহিত্য চর্চা করেন তিনি। এই লড়াইয়ে সহযোদ্ধা হয় তাঁর ছেলে। এরপর কীভাবে নিজের জীবনে সফলতার পথে এগিয়ে যাবেন তিনি? এই নিয়েই এগোবে ছবির গল্প। চিত্রনাট্য শুনে রাজি হয়েছেন অভিনেত্রী। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। চলতি বছর পুজোর পর ছবির শুটিং শুরু হবে বলে জানান সায়ন বন্দ্যোপাধ্যায়।