বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতা প্রদীপ কে বিজয়নের দেহ

বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতা প্রদীপ কে বিজয়নের দেহ। গত ১২ জুন, চেন্নাইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা প্রদীপ কে বিজয়ন। গত দুই দিন ধরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তাঁর বন্ধুরা। কিন্তু কোনওভাবেই ফোনে পাওয়া যায়নি তাঁকে। ফোন কেন ধরছেন না প্রদীপ, সন্দেহ হয় তাঁর বন্ধুর। তিনিই খবর দেন পুলিসে। পুলিস এসে দরজা ভেঙে বাথরুম থেকে উদ্ধার করে অভিনেতার দেহ। অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, তাঁর তদন্ত চলছে। বাড়িতে একাই থাকতেন অভিনেতা। জানা যায় যে সম্প্রতি শ্বাসকষ্ট ও মাথা ঘোরার সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে দুদিন ধরে ফোন করেও উত্তর না পাওয়ায় তাঁর বাড়িতেই হাজির হন তাঁর এক বন্ধু। কিন্তু হাজারও ডাকাডাকির পরেও দরজা খোলেননি প্রদীপ। তখনই সন্দেহ হয় তাঁর বন্ধুর, তিনি পুলিসের দ্বারস্থ হন। পুলিস দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন। বাথরুমে পড়ে আছে প্রদীপের নিথর দেহ। মাথায় চোটও রয়েছে। তাঁর দেহ নিয়ে যাওয়া হয় নিকটবর্তী সরকারি হাসপাতালে। প্রাথমিক ময়নাতদন্তে জানা যায় যে মাথায় আঘাত ও হৃদরোগে আক্রান্ত হয়ে দুদিন আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। যদিও পুলিস এখনও তদন্ত করছে। সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ শেয়ার করেন সৌন্দর্য বালা নন্দকুমার। পাপ্পু নামেই জনপ্রিয় ছিলেন প্রদীপ। ২০১৩ সালে তিনি পা রাখেন অভিনয় জগতে। একাধিক জনপ্রিয় তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি। শেষ তাঁকে দেখা গেছে ‘রুদ্রান’ ছবিতে। বিজয় সেতুপতির ‘মহারাজা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি, যা মুক্তি পাওয়ার কথা ১৪ জুন।