হাওয়াই দ্বীপে উদ্ধার হল হলিউড অভিনেতা টামায়ো পেরির ছিন্নভিন্ন দেহ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর৷ কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাঙরের হামলায় তাঁর মৃত্যু হয়েছে৷ হাওয়াই দ্বীপে উদ্ধার হল হলিউড অভিনেতা টামায়ো পেরির ছিন্নভিন্ন দেহ৷ হাওয়াইয়ের গোট দ্বীপে সার্ফিং করছিলেন তিনি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সার্ফিং করার সময়েই টামায়োর দেহ দেখতে পান অন্য কয়েকজন সার্ফার৷ তাঁর দেহ থেকে বিচ্ছিন্ন ছিল হাত-পা৷ বাকি অঙ্গের খোঁজ পাওয়া যায়নি৷ অভিনেতার শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হাঙরের হামলাতেই মৃত্যু হয়েছে অভিনেতার৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে আত্মীয়রা এসে দেহ শনাক্ত করেন৷ তারপরই হনলুলুর জরুরি পরিষেবা বিভাগের তরফ থেকে টামায়োর মৃত্যুর খবর জানানো হয়৷ উল্লেখ্য, রবিবার বিকেল হাওয়াইয়ের গোট দ্বীপে সার্ফিং করছিলেন টামায়ো পেরি৷ সার্ফিংয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি৷ এবং এর দক্ষতার জেরেই একাধিক ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি৷ ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’-ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন টামায়ো। এ ছাড়াও ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স এঞ্জেলস ২’, ‘হাওয়াই ফাইভ-০’-এ অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছ পরিবারে৷