শুভ্রজিৎ মিত্রের ছবির মাধ্যমে প্রথমবার বাংলা ও ইউকের সাংস্কৃতিক আদান প্রদান ঘটতে চলেছে। দেবী চৌধুরানী হতে চলেছে প্রথম বাংলা ছবি, যা তৈরি হবে ইন্দো-ইউকে প্রযোজনায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় এই উপন্যাস থেকে আগেও তৈরি হয়েছে ছবি। ফের আরও একবার এই গল্প স্ক্রিনে তুলে আনবেন শুভ্রজিৎ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ প্রযোজনা করতে চলেছেন LOK আর্টস কালেকটিভ (ইন্ডিয়া/ইউকে) এর সৌম্যজিৎ মজুমদারের সঙ্গে এডিটেড মোশন পিকচার্স (ইউএসএ/ইন্ডিয়া) এর অপর্ণা এবং অনিরুদ্ধ দাশগুপ্ত। এই যুগান্তকারী সিদ্ধান্তে ভারতীয় কর্তৃপক্ষের ভূমিকার মধ্যে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এনএফডিসি (ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন), এফএফও (ফিল্ম ফ্যাসিলিটেশন অফিস), এবং ইনভেস্ট ইন্ডিয়া, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) এবং ডিসিএমএস (সংস্কৃতি বিভাগ, মিডিয়া এবং ক্রীড়া) যুক্তরাজ্যের প্রতিনিধিরা। এই ছবিতে দেবী চৌধুরানীর ভূমিকায় থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।