স্বাধীনতা দিবসেই আসছে ‘পদাতিক’

ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’। আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার ও গান। এবার জানা গেল বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির দিনক্ষণ। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক মৃণাল সেন-এর জীবনী বড়পর্দায় ‘পদাতিক’-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন সৃজিত। মৃণাল সেন-এর ভূমিকায় এই ছবির প্রথম ঝলকেই দর্শকের নজর করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর বিপরীতে গীতা সেন-এর ভূমিকায় দেখা যাবে মনামি ঘোষকে। এই ছবির গানে প্রথমবার এক সঙ্গে জুটি বাঁধছেন সোনু নিগম ও অরিজিৎ সিং। এই ছবিতে মৃণাল সেন-এর ছ’টি লুকে দেখা যেতে চলেছে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেন-এর কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে। ছবিতে সত্যজিৎ রায় -এর ভূমিকায় থাকছেন জিতু কমল। ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে আসবে। প্রসঙ্গত, ‘পদাতিক’ দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে।