প্রকাশ্যে ‘বহুরূপী’র প্রথম ঝলক

মুক্তি পেল ‘বহুরূপী’র দ্বিতীয় মোশন পোস্টারে ঋতাভরী চক্রবর্তীর প্রথম ঝলক। মধ্যবিত্ত পরিবারের গৃহিনী রূপে ধরা দিলেন তিনি। লাল টিপ, সিঁদুরে স্নিগ্ধ আভা ছড়িয়ে রয়েছে তাঁর চাহনিতে। ছবিতে আবারও একবার দুঁদে পুলিশ অফিসারের ভুমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় কে। ‘এস.আই সুমন্ত ঘোষাল’-এর চরিত্রে আরও একবার বড়পর্দায় ঝড় তুলবেন তিনি। আর তাঁর স্ত্রী ‘পরী’র ভুমিকায় ঋতাভরী। পোস্টারে আবিরের সঙ্গে মাটির ভাঁড়ে চা খেতেও দেখা গেল ঋতাভরীকে। প্রসঙ্গত, এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। বাস্তব নির্ভর ‘বহুরূপী’র গল্প মুক্তি পাচ্ছে ২০২৪-এর পুজোয়। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজের পুজোর ছবি হয়ে আসছে ‘বহুরূপী’। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ফাটাফাটি’ ছবির পর ‘বহুরূপী’তে দর্শক আরও একবার বড়পর্দায় দেখতে চলেছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে। উইন্ডোজের সঙ্গে এটাই প্রথম কাজ হতে চলেছে তাঁর।