বছরের শুরুতেই বড়মার কাছে পুজো দিলেন দেব

প্রতিবারই নতুন ছবির মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটিতে আসেন দেব। নতুন বছরের শুরুতেই বড়মার কাছে পুজো দিতে সংসদ-অভিনেতা দেব। প্রজাপতি ২ এর সাফল্য কামনায় এদিন সিনেমার কলা কুশলীরা সহ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেন দেব ও অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুও। এদিন অভিনেতাকে দেখতে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গাড়ি থেকে নেমে সোজা মন্দিরে ঢুকে যান তিনি। এরপর বড়মার সামনে অভিনেত্রী কে সঙ্গে নিয়েই পুজো দেন দেব। তারপর বড়মার কার্যালয়ে কিছু সময় কাটিয়ে ছাদ থেকেই ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় এই টলিউড সুপারস্টারকে। পুজো শেষে দেব বলেন, তিনি ঠাকুর ভক্ত। তবে বড় মার জন্য রয়েছে আলাদা জায়গা কারণ বড়মার কাছে যা যা তিনি চেয়েছেন তাই তাই পেয়েছেন। তাই বছরের শুরুতেই মায়ের আশীর্বাদ নিতে এদিনা আসেন। সামনের বছরের জন্যও আশীর্বাদ চেনেন সাংসদ অভিনেতা দেব।