শুরু উইন্ডোজের ২৫ তম বছরে ২৫ তম সিনেমা ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর শুটিং

শুরু হল উইন্ডোজের ২৫তম সিনেমা ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবির শুটিং। রবিবাসরীয় সকালে শুটিং ফ্লোর থেকে ক্ল্যাপস্টিক হাতে শিবু-নন্দিতা একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “উইন্ডোজের ২৫ তম বছরে ২৫ তম সিনেমা তার প্রথম দিনের প্রথম শটের আগে আমি ও নন্দিতা রায়। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে শুরু করলাম আমাদের কাজ “ফুলপিসি ও এডওয়ার্ড।” মহিষাদল রাজবাড়িতে চলছে ছবির শুটিং। শনিবারই সেখানে পৌঁছে গিয়েছিল গোটা টিম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় টানা এই ছবির শুটিং চলবে বলেই জানা গিয়েছে।