বিয়ের প্রায় সাত বছরের মাথায় শুরু জীবনের নতুন ইনিংস, মা হলেন অদিতি মুন্সী

অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর সংসারে এল নতুন অতিথি। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঙ্গীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। বিয়ের দীর্ঘ সাত বছর পর অদিতির কোল জুড়ে এসেছে পুত্রসন্তান । সূত্রের খবর, আজ সকাল 10টা নাগাদ পুত্রসন্তানের জন্ম দেন গায়িকা তথা বিধায়িকা । মা এবং নবজাতক দু’জনেই সুস্থ আছেন। বেশ কিছু দিন ধরেই মঞ্চে দেখা মিলছিল না তাঁর । মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি । অদিতিকে শেষ দেখা গিয়েছিল একটি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায় । সেখানে সকলের তিনি ‘গানের দিদি’। উল্লেখ্য, গানের রিয়ালিটি শো থেকেই সঙ্গীত জীবনে উত্থান অদিতির । নিজে গান গাওয়ার পাশাপাশি ‘সঙ্গীতম’ নামে গানের স্কুল তাঁর অন্য ভালোবাসার জায়গা । সেখানকার অসংখ্য ছাত্রছাত্রী তাঁর সন্তানতুল্য । মূল কথা ও সুরকে স্থির রেখে কীর্তনকে নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেন অদিতি । তাঁর সাম্প্রতিক সংযোজন বাংলা কীর্তনে ইংরেজি শব্দের প্রয়োগ, যা ইতিমধ্যেই শ্রোতার কাছে সমাদর পেয়েছে । নিয়মিত গানের অনুষ্ঠান করার পাশাপাশি দক্ষ হাতে প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন দুই-ই দিব্যি সামলাচ্ছেন তারকা দম্পতি।  এবার তাঁদের সংসারে এল নতুন সদস্য। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া পরিবারে। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অদিতি-দেবরাজ।