‘কালিপটকা’-র প্রথম গানে ধুন্ধুমার স্বস্তিকা-অনির্বাণ

এসে গেছে অভিরূপ ঘোষের ওয়েব সিরিজ ‘কালিপটকা’-র প্রথম গান, যাকে নিঃসন্দেহে প্রথম ঝলক বলা যেতে পারে। এই গানে প্রথমেই একদম অন্যরকম লুকে দেখতে পাওয়া গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। স্বস্তিকাকে সঙ্গ দিয়েছেন শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বসু। স্বস্তিকার পাশাপাশি এই গানে সকলকে চমকে দিয়েছেন ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী। এই প্রথম অনির্বাণকে এমন কোনও লুকে দেখতে পাওয়া গেল। গলায় চেন, মাথায় কাটা দাগ সবমিলিয়ে যেন ‘অনির্বাণের মতো’ কেউ। খুব শীঘ্রই এক স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই সিরিজের। এই মুহূর্তে সেই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং চলছে ‘রঙ্কিনী ভবন’-এর। দর্শক ইতিমধ্যেই ‘কালীপটকা’র গান দেখে ফেলেছে। আর তাই আগ্রহের পারদ চড়ছে তা বলার অপেক্ষা রাখে না। পরিচালক অভিরূপ ঘোষ বলেন, “কালীপটকা হল নারীর ক্ষমতায়নের একটি উদযাপন। চারটি চরিত্রকে কেন্দ্রে রেখে এর গল্প এগোয়। শ্রীমা, মিনতি, রানি এবং রিঙ্কু-র সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীর আওতায় পড়ে। এদের ঘিরে কী কী ঘটতে থাকে সেটাই দেখার।” গানটি গেয়েছেন জোজো মুখোপাধ্যায়। র‍্যাপ গেয়েছেন 4 অভিনেত্রীই। কুনাল দে’র মিউজিকে এই গানটির কথা লিখেছেন সোমরাজ দাস এবং ভিক্টর মুখোপাধ্যায়। মিউজিক প্রোডাকশনের দায়িত্বে ছিলেন কুন্তল দে।