কানাঘুষো শোনা যাচ্ছে প্রেম দিবসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। বাংলা টেলিদুনিয়ার এই দুই তারকাযুগলের ‘প্রেমচর্যা’ নিয়ে অনুরাগী শিবিরে বেশ কৌতূহল। ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠান হোক বা বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি-আড্ডা সর্বত্রই নজর কাড়ছেন রণজয়-শ্যামৌপ্তি জুটি। যদিও বরাবর নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই ব্যাখ্যা করেছেন তাঁরা, তবে এবার দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসে রণজয়ের গলায় মালা দেবেন শ্যামৌপ্তি। যদিও বিয়ের ভেন্যু এখনও জানা যায়নি, তবে সূত্রের খবর দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই ছাঁদনাতলায় সাতপাক ঘুরবেন টলিপাড়ার তারকাযুগল।