বলি-সেলেবের পাশাপাশি বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে৷ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ফিল্মি কেরিয়ারে প্রসেনজিতের ঝুলিতে রয়েছে ‘অমরসঙ্গী’ থেকে ‘উনিশে এপ্রিল’, ‘দোসর’, ’22 শ্রাবণ’-এর মতো সেরা সিনেমা ৷ শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। গত বছর এই সম্মান পেয়েছেন অরিজিৎ সিংহ, মমতাশঙ্কররা। যদিও পদ্ম বিভূষণ ও পদ্মভূষণের তালিকায় এ বার বাংলা থেকে কারও নাম নেই। সোমবার সাধারণতন্ত্র দিবস। প্রথামতো তার আগের দিন, রবিবার ঘোষণা করা হল ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, কৃষিকাজ— নানা পেশার মানুষকেই পদ্মসম্মান দেওয়া হচ্ছে। সারা দেশ থেকে মোট ১৩১ জনের নাম রয়েছে তালিকায়। সব পদ্ম পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “দেশের প্রতি অনবদ্য অবদানের জন্য সমস্ত পদ্ম পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা জানাই ৷ আমাদের সমাজের নানা ক্ষেত্রকে উৎকর্ষ, নিষ্ঠা ও সেবার মাধ্যমে সমৃদ্ধ করেছেন তাঁরা ৷ এই সম্মান আগামী প্রজন্মের প্রতি তাঁদের প্রতিশ্রুতি ও শ্রেষ্ঠত্বকে প্রতিফলিত করে ৷” তখন তাঁর বয়স মাত্র ছয়, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ষাটের দশকে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’-তে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পর আশির দশক থেকে সিনেমায় কাজ শুরু। ১৯৮৭ সালে ‘অমর সঙ্গী’ ছবির মাধ্যমে সেই অর্থে নায়ক হিসেবে যাত্রা শুরু। দীর্ঘ ছয় দশক ধরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। যদিও কেরিয়ারের শুরু সময় থেকে বলিউডে প্রস্তাব পেয়েছিলেন।অভিনেতার দাবি, তিনি বাংলা ছেড়ে যেতে চাননি। ২০১২ সালে ‘সাংহাই’ ছবির মাধ্যমে শুরু হয় তাঁর বলিউড সফর। এই মুহূর্তে বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করছেন।