‘কিং’-এর মুক্তির দিন ঘোষণা করলেন শাহরুখ

2023 সালের পর বড় পর্দায় ফের বাদশা ম্যাজিকে কাবু হতে প্রস্তুত দেশবাসী থেকে অনুরাগী ৷ গত তিন বছর ধরে নিজের আসন্ন সিনেমাগুলোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ খান। এই বছরের তার অন্যতম প্রতীক্ষিত সিনেমা হল ‘কিং’। অভিনেতার জন্মদিনে ছবির টাইটেল প্রকাশের ভিডিয়ো মুক্তি পায় ৷ যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ অবশেষে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের সিনেমার আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ প্রেক্ষাগৃহে ‘কিং’ মুক্তি পাবে চলতি বছরের 24 ডিসেম্বর ৷ এদিন সোশাল মিডিয়ায়, শাহরুখ খানের লুক প্রকাশ্যে আনা হয় ৷ আর জানানো হয়, কিং গর্জন করতে প্রস্তুত এই বছরের ক্রিসমাসে ৷ ভিডিয়ো শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, “#কিং 24.12.2026 তারিখে প্রেক্ষাগৃহে গর্জন করার জন্য প্রস্তুত। #ইটসকিংটাইম #কিংডেটঅ্যানাউন্সমেন্ট।” পরনে সাদা শার্ট আর জিন্‌স, বরফে মোড়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে রীতিমতো গর্জন করতেই শোনা যাচ্ছে শাহরুখকে। বলাই বাহুল্য, ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রেই পর্দায় ফিরছেন তিনি। ঝলকে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’, সঙ্গে রক্তে মাখা মুখ। ঘোষণা করা হল মুক্তির তারিখ। চলতি বছরের বড়দিনে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবিমুক্তির তারিখ ২৪ ডিসেম্বর। নতুন ঝলক মুক্তি পেতেই অনুরাগীদের প্রশংসার বন্যা। ‘পাঠান’এর পর সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানের ‘কিং’ ছবিটিও পরিচালনা করছেন। এই সিনেমার হাত ধরে ওটিটি থেকে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন বাদশার মেয়ে সুহানা খানও ৷ ‘কিং’ একটি গ্যাংস্টার ড্রামা, যেখানে তাকে দীপিকা পাডুকোনকে দেখা যাবে শাহরুখের বিপরীতে ৷ এই নিয়ে ষষ্ঠতম ছবিতে জুটি হিসাবে কাজ করলেন দীপিকা-শাহরুখ ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সী, রাঘব জুয়ালের মতো তারকাদের ৷