কান্তারা দাইভা অনুকরণ বিতর্কে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

ফের একবার আইনি বিপাকে জড়িয়ে পড়লেন অভিনেতা ৷ অভিনেতা ঋষভ শেঠ্ঠী ‘কান্তারা: চ্যাপ্টার ‘1 সিনেমায় যে দৈব চরিত্রে অভিনয় করেছেন, তা নিয়ে ব্যঙ্গ করার অপরাধে বেঙ্গালুরুতে রণবীরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ 28 জানুয়ারি এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, “দৈবা ঐতিহ্য ও সংস্কৃতি মিমিক্রি করে অপমান করেছেন অভিনেতা ৷ তিনি ‘চামুন্ডী দৈবা’কে ভূত বলে সম্বোধন করে হিন্দু ভাবাবাগে তথা বিশ্বাসে আঘাত করেছেন ৷” অভিযোগে বলা হয়েছে, “এই কাজটি ছিল সুচিন্তিত, ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ, যা কেবল তাঁরই নয়, লক্ষ লক্ষ হিন্দু ভক্তের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে। এর মাধ্যমে সমাজে ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে ৷ চাউন্ডি দৈবের প্রতি তাঁর ধর্মীয় বিশ্বাসকে অপমান করা হয়েছে, যার ফলে একটি পবিত্র ঐতিহ্যের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয়েছে।” ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) 196, 299 এবং 302 ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি গত বছর গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) সমাপ্তি অনুষ্ঠানে ঘটেছিল ৷ যেখানে রণবীর সিংকে ‘কান্তারা: চ্যাপ্টার 1’ ছবিতে ঋষভ শেঠ্ঠির অভিনয়ের প্রশংসা করতে এবং তাঁর চরিত্রের অনুকরণ করতে দেখা গিয়েছিল। তিনি মঞ্চে ঋষভের উদ্দেশ্যে বলেছিলেন, “আমি সিনেমা হলে ছবিটি দেখেছি, ঋষভ, এটা একটা অসাধারণ পারফরম্যান্স ছিল ৷ বিশেষ করে যখন মহিলা ভূতটি আপনার শরীরে প্রবেশ করে, সেই একটি শট…” ৷ চলচ্চিত্র উৎসবে অভিনেতা এই কথা বলেন। অনুষ্ঠানটির ভিডিয়ো ভাইরাল হয়ে যায় নিমেষে ৷ অনেক নেটিজেন এই ধরনের ব্যবহারকে অসম্মানজনক এবং অসংবেদনশীল বলে মনে করেন ৷ যার ফলে ‘ধুরন্ধর’ অভিনেতাকে ক্ষমাও চাইতে হয়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে রণবীর লিখেছিলেন, “আমার উদ্দেশ্য ছিল ছবিটিতে ঋষভের অবিশ্বাস্য পারফরম্যান্সকে তুলে ধরা। একজন অভিনেতা হিসেবে আমি জানি, তিনি যেভাবে ওই বিশেষ দৃশ্যটি করেছেন, তা করতে কতটা পরিশ্রম লাগে ৷ যার জন্য তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি সবসময় আমাদের দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসকে গভীরভাবে সম্মান করি। যদি আমি কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”