৩১ বছর পর পর্দায় ‘প্রত্যাবর্তন’ অঞ্জন-রূপা জুটির

৩১ বছর পর ফের একবার মুখোমুখি শুটিং ফ্লোরে অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায় ৷ ১৯৯৫ সালে অপর্ণা সেনের ‘যুগান্ত’ ছবিতে জুটিতে দেখা গিয়েছিল তাদের। জুটিকে দুই যুগ পর ফিরিয়ে আনছেন নবাগত পরিচালক সমর্পণ সেনগুপ্ত। ছবির নাম ‘প্রত্যাবর্তন’। নিপাট ফ্যামিলি ড্রামায় মোড়া এই ছবি। পরিচালকের এটিই প্রথম বড়পর্দার ছবি। এর আগে কাজের কথা হলেও তা এগোয়নি। তবে, এবার বলিষ্ঠ স্টার কাস্ট নিয়ে সমসাময়িক সমস্যা তুলে ধরবেন তিনি ‘প্রত্যাবর্তন’-এ। অঞ্জন দত্ত এবং শিলাজিৎ পর্দায় পিতা ও পুত্রের ভূমিকায়। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রূপা ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, অরুণাভ খাসনবিশ সহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড। পরিচালনার সঙ্গে চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন সমর্পণ সেনগুপ্ত। প্রযোজক হিসেবে যুক্ত অভিজিৎ চট্টোপাধ্যায় । চিত্রগ্রহণে গোপী ভগত, শিল্প নির্দেশনায় রয়েছেন তন্ময় চক্রবর্তী ৷ সঙ্গীত পরিচালনায় বনি চক্রবর্তী ৷সহ-চিত্রনাট্যকার অনির্বাণ ঘোষাল ও অভিজিৎ চট্টোপাধ্যায় ৷