অবশেষে ঘোষণা করা হল এসএস রাজামৌলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’-এর মুক্তির তারিখ। এই বিগ-বাজেট অ্যাডভেঞ্চার ড্রামা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছর 7 এপ্রিল। ‘বারাণসী’ ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারণকে। এই ছবির হাত ধরে দু’বছর পর বড় পর্দায় ফিরছেন মহেশ বাবু ৷ অভিনেতাকে শেষবার দেখা গিয়েছে 2024 সালে মুক্তি পাওয়া’গুন্টুর কারাম’-এ ৷ ফলে অনুরাগীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন ফের একবার মহেশ বাবুকে পর্দায় দেখার জন্য ৷ প্রিয়াঙ্কা চোপড়াকে এই ছবিতে তিনি মন্দাকিনী চরিত্রে অভিনয় করবেন ৷
