রবিবার কলকাতা চলচ্চিত্র উত্সবে এলেন প্রসেনজিত্। অগস্ট মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় প্রসেনজিত্কে। তার পরে পরিচালক রাজ চক্রবর্তী এই পদে নিযুক্ত হন। চেয়ারম্যান পদে রাজ চক্রবর্তীর নিযুক্ত হওয়া নিয়ে বিতর্কও হয় অনেক। আর এই ঘটনা ঘিরেই অভিমান প্রসেনজিতের। এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। যদিও এক সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছিলেন, উদ্বোধনের দিন মুম্বইতে থাকবেন বলেই নাকি এই সময়ে আসতে পারবেন না। সঙ্গে এই জানিয়েছিলেন, কিঞ্চিত্ খারাপ লাগাও রয়েছে তাঁর। তা ভুলতে সময় লাগবে। কিন্তু রবিবারে সমস্ত জল্পনার অবশান ঘটিয়ে নন্দন চত্বরে এসে হাজির হন প্রসেনজিত্। এবছরের চেয়ারম্যান রাজ চক্রবর্তী একটি ছবি তুলে টুইটও করেন। রাজ লেখেন, বুম্বাদা সব সময়ে কলকাতা চলচ্চিত্র উত্সবকে আলোর দিশা দেখিয়েছেন। তোমায় খুব ভালোবাসি বুম্বাদা। ছবিতে প্রসেনজিত্ ও রাজের সঙ্গেই রয়েছেন অরিন্দম শীল ও কলকাতা চলচ্চিত্র উত্সবের ডিরেক্টর মিত্র চট্টোপাধ্যায়। আর এই ছবি দেখেই এখন মনে করা হচ্ছে, মান ভেঙেছে প্রসেনজিতের।
@prosenjitbumba has always been the guiding light to the #KIFF and to us. Love you always!
In frame with him, @silarindam and director of KIFF #MitraChatterjee sir. #25thKIFF #KIFF2019 pic.twitter.com/fJtxscJfL8— rajchoco (@iamrajchoco) November 10, 2019