১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া -তে প্রধান ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। রয়েছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, অ্যামি ভির্ক এবং প্রণীতা সুভাষ। শোনা গিয়েছিল, পরিণীতি চোপড়াকে-ও দেখা যাবে এই ছবিতে। কিন্তু সেই গুঞ্জনে আপাতত জল ঢেলে দিলেন তিনি। সাম্প্রতিক খবর অনুযায়ী ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে এসেছেন পরিণীতি। শুরুতে এই ছবিতে কাজের জন্যে খুবই উৎসাহী হলেও অন্য কাজের চাপে এই ছবিকে সময় দিতে পারবেন না তিনি। তাঁর হাতে এখন রয়েছে সাইনা নেহওয়ালের বায়োপিক অন্যদিকে দ্য গার্ল অন দ্য ট্রেন-এর কাজ। আপাতত সেই কাজেই ব্যাস্ত পরিণীতি।