পিকা পাড়ুকোন ও রণবীর সিং ওরফে দীপবীরের বিয়ের একবছর পূর্ণ হল। গতবছর এই দিনেই দুই হাত চার হয়েছিল ইতালির লেক কোমোতে। ধর্মীয় স্থানে ঘুরে ঘুরেই বিয়ের দিন সেলিব্রেট করবেন হাই প্রোফাইল তারকা জুটি ‘দীপবীর’। তিরুপতি বালাজি মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। দীপিকা-রণবীরের প্রথম বিবাহবার্ষিকীর পুজো দিতে জড়ো হয়েছেন পাড়ুকোন ও ভাবনানি পরিবার। প্রথমে তিরুপতি মন্দির পরে পদ্মাবতী মন্দিরে উত্তর ও দক্ষিণী সংস্কৃতির মেলবন্ধন ঘটবে তারকা জুটির প্রথম বিবাহবার্ষিকীতে। বৃহস্পতিবার রণবীর-দীপিকার মন্দিরে যাওয়ার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দীপিকাকে দেখা গিয়ে লাল রঙের জরির শাড়ি ও ভারী সোনার গয়নয়। মাথায় রয়েছে চওড়া করে সিঁদুর। রণবীরকে তাঁর পাশে দেখা গিয়েছে লাল ও ক্রিম রক্ষের শেরওয়ানি পরে। ভেঙ্কটেশ্বরা মন্দিরের পর তাঁরা তিরুপতির পদ্মাবতী দেবীর মন্দিরেও যাবেন প্রার্থনা করতে। রিপোর্টে জানা গিয়েছে, দীপবীর এরপর ১৫ নভেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরে যাবেন এবং ওইদিনই মুম্বই ফিরে আসবেন। অর্থাত্ তাঁরা তাঁদের বিয়ের দু’দিনই মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াবেন। এর আগেও রণবীর-দীপিকার বিমানবন্দরের ছবিও ভাইরাল হয়। ‘রাম-লীলা’ জুটি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। যা তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায়। দীপিকা তাঁর ইনস্টা স্টোরিতে রণবীরের ফেস মাস্ত পরা একটি ছবি দিয়ে লেখেন যে প্রথম বিবাহবার্ষিকীর প্রস্তুতি চলছে। সাতবছর চুটিয়ে ডেট করার পর অবশেষে গত বছর নভেম্বরে বিয়ে করেন দীপবীর। ইটালির লেক কোমোতে কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে নিয়ে চুপিসারে বিয়ে সারেন তাঁরা। ১৪ নভেম্বর দীপবীর কঙ্কোনি মতে বিয়ে করেন এবং সিন্ধি মতে বিয়ে করেন ১৫ নভেম্বর। মুম্বইতে হয় তাঁদের গ্র্যান্ড রিসেপশন।