তিরুপতির পর এবার স্বর্ণ মন্দির দর্শনে গেলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে একাধিক ছবির কাজে চূড়ান্ত ব্যস্ত দীপিকা-রণবীর। তবে সেসব সরিয়ে আপাতত তাঁরা সপরিবারে আনন্দে মেতেছেন। এই দিনেই যে চারহাত এক হয়েছিল, ভোলেন কী করে! নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে ঈশ্বরের থেকে আশীর্বাদ চাইতে দেশের বড় বড় মন্দিরগুলোতে পুজো দিচ্ছেন রণবীর-দীপিকা। প্রথমে তাঁরা পুজো দেন তিরুপতি মন্দিরে। এরপর গভীর রাতে স্বর্ণ মন্দিরে পুজো দিলেন দীপবীর। দীপিকা তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এদিনের একটি ছবি। দু’জনে পাশাপাশি দাঁড়িয়ে একমনে প্রার্থনা করছেন চুপচাপ। ছবিটি তোলা হয়েছে তাঁদের পিছন থেকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমাদের প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে আমরা পৌঁছলাম হরমন্দির সাহেবের আশীর্বাদ নিতে। আমাদের এত ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।”
তিরুপতির মতোই স্বর্ণ মন্দিরেও দীপিকা-রণবীরের সাজে ছিল নব বিবাহিতের ছোঁয়া। দীপিকা পঞ্জাবি সালোয়ার-স্যুট, মাথায় ঘোমটা ও কপালে সিঁদূর সঙ্গে মানানসই নেকলেস ও ব্যাঙ্গেল দিয়েই সেজেছিলেন এদিন। অপরদিকে, ফ্লাওয়ার প্রিন্টের কুর্তা-পাজামা ও জ্যাকেটে সেজেছিলেন রণবীর। স্বর্ণ মন্দিরে পুজো দিতে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন ও বোন অনীশা পাড়ুকোনকে। আর রণবীরের দিক থেকে ছিলেন তাঁর বাবা জগজিত্ সিং ভাবনানি, মা অঞ্জু ভাবনানি ও বোন রীতিকা ভাবনানি। ১ বছর আগে ১৪ নভেম্বর ইতালির লোক কোমোতে দীপিকা পাডুকোন-রণবীর সিং সাতপাকে বাঁধা পড়েন। এই বাঁধন যাতে জন্ম-জন্মান্তর থাকে সেই প্রার্থনা নিয়েই বলিউডের অন্যতম চর্চিত এই যুগল আধ্যাত্মিকভাবে পালন করছেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী।