সম্প্রতি যশ রাজ ফিল্মস-এর বিরুদ্ধে ইন্ডিয়ান পারফর্মিং রাইটস সোসাইটের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর-এ দাবি করা হয়েছে বিভিন্ন শিল্পীর হয়ে প্রায় ১০০ কোটি টাকার গানের রয়্যাল্টি সংগ্রহ করেছে যশ রাজ ফিল্মস। শিল্পীদের প্রাপ্য টাকা না দিয়ে উলটে তাঁদের উপর চাপ সৃষ্টি করেছে প্রযোজনা সংস্থা। এই ঘটনার পরই চাঞ্চল্যকর দাবি করলেন সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট। রীতিমতো যশ রাজ ফিল্মস-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সেলিম জানান, তাঁর কাজের জন্যে নিজেরা রয়্যাল্টি সংগ্রহ করলেও, যশ রাজ ফিল্মস-এর তরফে তাঁর হাতে এক নয়া পয়সাও তুলে দেওয়া হয়নি। আর ঠিক এই কারণেই গত চার বছর যশ রাজ ফিল্মস-এর সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি তিনি। এই বঞ্চনার শিকার তাঁর ভাই সুলেমানও। এমনকি জাভেদ আখতারও যে যশ রাজের থেকে তাঁর প্রাপ্য টাকা এখনও পাননি তাও জানিয়েছেন সেলিম। অবশ্য তাঁর অভিযোগ শুধু যশ রাজ ফিল্মস-এর বিরুদ্ধে নয়। সেলিম দাবি করেছেন, টি-সিরিজ থেকেও নিজের প্রাপ্য টাকা হিসেবমতো পাননি তিনি।