প্রথম ঝলকেই বিতর্কিত ‘থালাইভি’

 

রাজনীতিবিদদের নিয়ে সিনেমা করা এখন ভারতীয় চলচ্চিত্র নতুন ট্রেন্ড। শিবসেনা প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সিনেমা এর আগে হয়ে গিয়েছে। হয়েছে তেলুগু সুপারস্টার থেকে দুঁদে রাজনীতিবিদ এনটি রামা রাওয়ের বায়োপিক এবং নরেন্দ্র মোদি, রাহুল গান্ধীর বায়োপিকও। সেই তালিকাতেই সংযোজন জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। ‘মনিকর্ণিকা’র পর আরেক বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনা রানাওত। শুধুমাত্র তামিল দর্শকদের জন্য এই ছবির নাম দেওয়া হয়েছে ‘থালাইভি’।হিন্দিতে এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘জয়া’। ২০২০ সালের ২৬ জুন মুক্তি পাবে এই সিনেমা। অভিনেত্রী ও রাজনীতিক- প্রথম টিজারে জয়ললিতার জীবনের দুই মুহূর্তের ঝলক দেখানো হয়েছে। এই বায়োপিকে মূল চরিত্রে থাকছেন কঙ্গনা। যে বায়োপিকের জন্য কঙ্গনা পারিশ্রমিকও হাঁকিয়েছেন গগনচুম্বী। ২৪ কোটি টাকা। যা আজ অবধি কোনও দক্ষিণী ছবিতে অভিনয়ের জন্য বলিউডের কোনও অভিনেতাকেই দেওয়া হয়নি। এমনকী, বলিপাড়ার কোনও সুপারস্টারকেও না। প্রকাশিত হল এই থালাইভি-র প্রথম লুক। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় ‘থালাইভি’-র নির্মাতাদের। মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই কঙ্গনার লুক নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জয়ললিতার এই বায়োপিকে কঙ্গনার লুক প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়ে যায়। জয়ললিতার রূপে একেবারে অচেনা মনে হচ্ছে কঙ্গনাকে। তবে থালাইভি-তে কঙ্গনার লুক প্রকাশ্যে আসার পর কঙ্গনাকে নিয়ে যেমন জোর জল্পনা শুরু হয়, তেমনি তাঁকে আক্রমণ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। মুখে ১ কিলো মোকআপ মেখে কঙ্গনাকে অন্যরকম মনে হচ্ছে বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। আবার অনেকে বলতে শুরু করেন, জয়ললিতার বায়োপিকে যেভাবে সেজেছেন কঙ্গনা, তাতে অপমান করা হয়েছে আম্মাকে। তামিলনাড়ুর প্রয়াত মু্খ্যমন্ত্রী জয়ললিতা সাজতে গিয়ে, ভয়ানক মেকআপ করেছেন কঙ্গনা এবং তাতে যেন বলিউড অভিনেত্রীকে অসহনীয় মনে হচ্ছে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে। ‘কুইন’ অভিনেত্রীর এই মেকআপ করেছেন ‘ক্যাপ্টেন মার্ভেল’ বা ‘ব্লেড রানার’-এর মতো হলিউডি ছবির মেকআপ আর্টিস্ট জেসন কলিন্স। ‘থালাইভি’ পরিচালনা করেছেন এল বিজয়। ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’ ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। ছবি প্রসঙ্গে কঙ্গনা গণমাধ্যমকে বলেন, ‘এই শতাব্দীতে জয়ললিতা একজন সফল মহিলা। প্রথমজীবনে তিনি ছিলেন সুপারস্টার। পরে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। সেখানেও তিনি সফল। তার চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি। আগামী বছর মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’। এই ছবির জন্য মার্কিন মুলুকে গিয়ে প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা। বিজয় পরিচালিত ‘থ্যালাইভি’ ছবিতে MGR-এর ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *