‘পদ্মাবৎ’ ছবির সবথেকে জনপ্রিয় গান ‘খলিবলি’। মুক্তির দিন থেকে আজ অবধি ‘খলিবলি’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। পাগলপাড়া গান সঙ্গে রণবীর ওরফে আলাউদ্দিন খলজির তুমুল নাচ! একবছর পেরিয়ে গিয়েছে, তবু আজও ‘খলিবলি ম্যাজিক’ এতটুকু ফিকে হয়নি! সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে ‘খলিবলি’-র একটা নয়া ভিডিও! নতুন এই ‘খলিবলি’-তে রণবীরের সঙ্গ দিয়েছে একটি ছোট মেয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে একরত্তি মেয়ের সঙ্গে ‘খলিবলি’ নাচছেন ‘বাজিরাও’। প্রিয় অভিনেতারর নাচ দেখে আবার খানিক লজ্জাও পেয়ে যায় বাচ্চা মেয়েটি। রণবীরও হাসিতে লুটিয়ে পড়েন, মেয়েটির হাতে চুমু খান। আসরে রণবীরকে জড়িয়ে ধরে মেয়েটি! এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায় নেটে।
https://www.instagram.com/p/B5IvgbnBm7I/?utm_source=ig_web_copy_link