ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহালের জীবনী অবলম্বনে ছবি তৈরি করছেন পরিচালক অমল গুপ্তে। আর এই ছবিতে সাইনার ভূমিকায় অভিনয় করছেন পরিণীতি চোপড়া। এই ছবির কারণে নিয়মিত ব্যাডমিন্টন কোর্টে গিয়ে বহুক্ষণ ধরে ব্যাডমিন্টন প্র্যাকটিস করতেন পরিণীতি। কিন্তু তাতে তাঁর এক গলায় এক সমস্যা দেখা দিয়েছিল। পরিণীতির গলায় খিচুনি মতো হয়ে তা ছড়িয়ে পড়েছিল তাঁর মেরুদণ্ডে। তাই ডাক্তার তাঁকে পরামর্শ দিয়েছিলেন সাত থেকে দশ দিন যেন কোনওমতে ব্যাডমিন্টন কোর্টে পা না রাখেন পরিণীতি। যার জন্যই ‘সাইনা’ ছবির কাজ থমকে গিয়েছিল এতদিন। কারণ ছবির যে দৃশ্যে তাঁর শুটিং করার প্রয়োজন ছিল, তাতে অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা তাঁকে কাটাতে হত কোর্টে। আর সেই কারণেই শুটিং থেকে বিরত ছিলেন পরিণীতি। তবে এই মুহূর্তে শতকরা একশো ভাগ ফিট পরিণীতি। ফের ব্যাডমিন্টন কোর্টে ফিরে এসেছেন তিনি। আর নিজের এই কামব্যাক প্রসঙ্গে বলতে গিয়ে পরিণীতি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি যে একশো ভাগ ফিট খবর হয়েছে, তা সঠিক। আমি সত্যিই এখন সম্পূর্ণ ফিট। ব্যাডমিন্টন কোর্টে আবার ফিরে যাওয়ার জন্য আর কিছুতেই অপেক্ষা করতে পারছি না। আর এই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য আমি যেমন একদিকে আমার মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানাতে চাই, ঠিক সেভাবেই আমার আন্তরিক ভালোবাসা জানাতে চাই আমার ‘সাইনা’ টিমকে। কারণ আমার অসুস্থতার সময়ে তাঁরা যে ভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তা আমি কিছুতেই ভুলতে পারব না।’