২৮ দিন পর ঘরে ফিরে শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রকাশ্যে আসে সুর সম্রাজ্ঞীর নতুন ছবি। যেখানে দেখা যায় হুইলচেয়ারে বসে আছেন লতা মঙ্গেশকর। আর তাঁর পিছনে দাঁড়িয়ে আছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নার্সরা। নিমেষে ভাইরাল হয়েছে ছবি। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর ঘরে ফেরার খবর দেশবাসীকে জানিয়ে সোশ্যাল সাইটে লতা লিখেছেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারদের পরামর্শ ছিল হাসপাতালে বেশি সময় থেকে গিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরি। আজ মা ও বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম। আমার সব শুভাকাঙ্ক্ষীদের অনেক শ্রদ্ধা জানাই। আপনাদের প্রার্থনা আর শুভেচ্ছা কাজ করেছে। আপনাদের প্রত্যেকের সামনে আমি মাথা নত করছি।’ তাঁর চিকিৎসারত ডাক্তারদেরও ধন্যবাদ জানিয়ে ৯০ বছরের কিংবদন্তি গায়িকা লিখেছেন, ‘ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমার ডাক্তাররা আমার অভিভাবক। তাঁদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। নার্সিঙের কর্মীরা ছিলেন একেবারে আলাদা। আপনাদের অপরিসীম ভালোবাসা ও আশীর্বাদ অত্যন্ত মূল্যবান।’ সোমবার প্রবীণ অভিনেতা দিলীপ কুমার স্ত্রী সায়রা বানু ও লতা মঙ্গেশকারের সঙ্গে একটি পুরনো ছবি ট্যুইটারে শেয়ার করেছেন। লতাকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেছেন তিনি।
Namaskaar, For the past 28 days, I was at Breach Candy hospital.. I was diagnosed with pneumonia. The (cont) https://t.co/nHAQuCozF9
— Lata Mangeshkar (@mangeshkarlata) December 8, 2019
Overjoyed to hear the good news that My ‘choti behen’ Lata, is feeling much better and is at her home now. Please take good care of yourself @mangeshkarlata pic.twitter.com/Cf2hXmiGc1
— Dilip Kumar (@TheDilipKumar) December 8, 2019