খুব শীঘ্রই ‘৮৩’ নিয়ে বড়পর্দায় আসছেন রণবীর সিং। কবীর খানের পরিচালনায়, কপিল দেবের ভূমিকায় তাঁকে দেখা যাবে। তবে এই ৮৩-র ব্যস্ততার মধ্যেই নিজের আগামী ছবি ‘জয়েশভাই জোরদার’-এর কথা সামনে এনেছিলেন বাজিরাও। ছবি পরিচালনা করছেন নবাগত পরিচালক দিবাঙ্গ ঠাক্কর। এটি একটি কমেডি ছবি হতে চলেছে। ‘জয়েশভাই জোরদার’ -এ রণবীর সিংকে এক গুজরাতির চরিত্রে দেখা যাবে। তাঁর বিপরীতে রয়েছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডে। যশ রাজের ব্যানারে নির্মিত হতে চলেছে এই ছবিটি। পুরনো এক সাক্ষাতকারে রণবীর জানিয়েছেন, ‘একসময় চার্লি চ্যাপলিন বলেছিলেন, হাসতে শেখো, তবেই তো তুমি ব্যথা নিতে সক্ষম হবে। জয়েশভাইও ঠিক তেমনই এক চরিত্র। হাসতে জানে এবং কাঁদতেও জানে। সব পরিস্থিতির মোকাবিলা সে হাসতে হাসতে করে। তার বিশ্বাস, সমাজে পুরুষ এবং মহিলাদের সমান অধিকার দেওয়া উচিত। এই গল্পই বলবে জয়েশভাই জোরদার। আশা করছি, দর্শকদের তা ভাল লাগবে।’ রণবীর এবং শালিনীর পর ‘জয়েশভাই জোরদার’-এর সঙ্গে যুক্ত হতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী রত্না পাঠক। সিনেমায় তিনি রণবীরের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। পরিচালক এই বিষয়টি নিশ্চিত করেছেন। রত্না পাঠক জানান, তিনি দিবাঙ্গকে থিয়েটারের সময় থেকেই চিনতেন এবং পরিচালকের গুরুও ছিলেন। কয়েকমাস আগেই তিনি আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসেন। এখন, সেই স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান দিবাঙ্গ। যখন আমি বিষয়টি সম্বন্ধে জানি, আমার বেশ ভাল লাগে। একই সঙ্গে এই সিনেমাটি সমাজে গুরুত্বপূর্ণ বার্তাও দেবে। অভিনেত্রীর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে বোমান ইরানিকেও। তিনি এখানে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করবেন।