কিছুদিনের মধ্যেই ফের হাড় হিম করা থ্রিল এবং অ্যাকশন নিয়ে হাজির হতে চলেছেন জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগ। আর এবার তাঁর পর্দায় সঙ্গী অ্যানা দ আরমাস। বহুদিন ধরে বন্ড ছবির জন্যে অধীর অপেক্ষায় রয়েছেন জেমস বন্ড ভক্তরা। দর্শকের সেই উত্তেজনা পারদ আরও বেশি করে উসকে দিল বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু দাই’-এর নতুন টিজার। টিজারের শুরুতেই ঝলক পাওয়া যায় ভিলেন সাফিনের চরিত্রে রামি মালেক-কে দিয়ে। আর তার পরেই স্ক্রিন জুড়ে ড্যানিয়েল ক্রেইগ থুড়ি জেমস বন্ডের রাজকীয় উপস্থিতি। দেখে নেওয়া যাক টিজারের ঝলক-
Are you ready? #NoTimeToDie releases April 2020. pic.twitter.com/zc9Ab96ynj
— James Bond (@007) February 15, 2020