আজ ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনে আরও একবার একজোট টলিপাড়ার সেলেবরা। সোশ্যাল মিডিয়ায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরি-সহ অনেক তারকারাই। পাশাপাশি সকলেই মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার আবেদন জানিয়েছেন নিজেদের পোস্টে। বাংলা ভাষা নিয়ে আন্দোলন, মুক্তিযুদ্ধের কথা বছরের পর বছর শুনে আসলেও বাঙালির সেই সচেতনতাবোধ এখনও জাগ্রত হয়নি। আত্মবিস্মৃত বাঙালিকে তা আরও একবার বুঝিয়ে দিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর লেখনীতে তুলে ধরেছেন, কীভাবে বাংলা বলতে গিয়ে বাঙালি হোঁচট খায়, কীভাবে বাঙালি হিন্দির মতো বাংলা বলছে সেই প্রসঙ্গও এনেছেন পরিচালক। আর তা যে খুবই বেদনাদায়ক সে কথাও বলেছেন। সৃজিতের পরিচালনায় যে কোনও সিনেমাতেই বাঙালি এবং বাংলা ভাষা বিশেষ গুরুত্ব পায়। সে দ্বিতীয় পুরুষ হোক কিংবা ফেলুদা। পরতে পরতে বাঙালিয়ানা বজায় রেখেছেন সর্বত্রই। দ্বিতীয় পুরুষ সিনেমার সংলাপে অনুরাগীদের মজতে দেখে সৃজিত রিটুইট করে লেখেন, বাংলা ভাষা আর মাটন কষা নিয়ে কোনও চ্যাংড়ামো নয়। পরমব্রত চট্টোপাধ্যায় বললেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালিদের জন্য একটি বিশেষ দিন। আজ এই বিশেষ দিনে সমগ্র বাঙালি জাতিকে জানাই শুভেচ্ছা।” অন্যদিকে প্রসেনজিৎ বললেন, “আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি বাংলায় থাকুন, বাংলাকে বাঁচিয়ে রাখুন।” টোটা লেখেন, “সারা বিশ্বে ২৯-৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতবর্ষে ১০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। ভারতে, হিন্দির পর সবচেয়ে বেশি সংখ্যক লোক বাংলা বলেন। আসুন, আজ ভাষা দিবসে গর্জে উঠি- আমি গর্বিত, আমি বাঙালি।” সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিজেকে ‘গর্বিত বাঙালি’ বললেন মিমি চক্রবর্তীও।
— Srijit Mukherji (@srijitspeaketh) February 21, 2020
“আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি” বাংলায় থাকুন, বাংলাকে বাঁচিয়ে রাখুন। pic.twitter.com/UNyfT6ES5o
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 21, 2020
সারা বিশ্বে ২৯-৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতবর্ষে ১০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। ভারতে, হিন্দির পর সবচেয়ে বেশি সংখ্যক লোক বাংলা বলেন। আসুন, আজ ভাষা দিবসে গর্জে উঠি, ' আমি গর্বিত, আমি বাঙালি।'#মাতৃভাষাদিবস #২১ফেব্রুয়ারি pic.twitter.com/Lh26bTPIMU
— Tota Roy Choudhury (@tota_rc) February 21, 2020
বাংলাদেশের অমর ভাষা শহীদদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমারও আন্তরিক শুভেচ্ছা রইলো।
ফেলুদা এমন একটা রোল যা অভিনেতার DNA বদলে দেওয়ার ক্ষমতা রাখে🙂 https://t.co/waUiyF8w7G— Tota Roy Choudhury (@tota_rc) February 21, 2020
আমার গর্জে ওঠা দিন নির্ভর নয়, জীবনভর।
আমার গর্জে ওঠা বাক্যে নয়, কর্মে।
আমার গর্জে ওঠা আবেগ নির্ভর হলেও আবেগ সর্বস্ব নয়। আমার গর্জে ওঠার নমুনা – হিন্দি, তামিল, কন্নড় ভাষায় ছবি করার পরও twitter handle এ লিখি Bengali actor / বাঙালি অভিনেতা। এবং সেটা খুবই গর্ব সহকারে। https://t.co/xztDXaI8uX— Tota Roy Choudhury (@tota_rc) February 21, 2020
ভাষার জন্য আত্মবলিদান, যা একমাত্র বাংলা ভাষার জন্যই সম্ভব৷ বাঙালীর আত্মবলিদানের পথ ধরেই পৄথিবী জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস৷ আজ মাতৄভাষা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ আমি গর্বিত আমি বাঙালি l pic.twitter.com/2rjidMz1L0
— Mimssi (@mimichakraborty) February 21, 2020
মোদের গরব,
মোদের আশা
আ-মরি বাংলা ভাষা …..আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন । pic.twitter.com/EWIsbCiPzT
— Dev (@idevadhikari) February 21, 2020
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস বাঙালীদের জন্য একটি বিশেষ দিন। আজ এই বিশেষ দিনে সমগ্র বাঙালি জাতিকে অনেক শুভেচ্ছা।#InternationalMotherLanguageDay #MotherLanguageDay pic.twitter.com/2Z16ZcECdJ
— Roadshow Films (@Roadshow_Films) February 21, 2020