মানবতার গান বাঁধলেন অনুপম রায়

“নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও” ভাষা দিবসের আগের দিন গানের মধ্য দিয়ে এমনভাবেই একতা, সংহতির কথা বললেন অনুপম রায়। ধর্মান্ধতার গণ্ডিতে বেঁধে যখন মানুষে মানুষে বিভেদের সৃষ্টি করা হচ্ছে, তখন ধর্মীয় ধ্বজ্জাধারীদের ‘বিভাজন নীতি’কে নিজের ‘পরিচয়’-এর মধ্য দিয়েই চ্যালেঞ্জ ছুঁড়লেন অনুপম।  মনুষ্যত্বই হোক পরম ধর্ম। মানবতাই হোক আসল পরিচয়। হিন্দু-মুসলিম কিংবা কোনও কাঁটাতার নয়, দুনিয়াজুড়ে শ্রেষ্ঠ হোক শুধু একটাই পরিচয় যে আমরা মানুষ। বর্তমান পরিস্থিতিতে যখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, ভিটে-মাটি নিয়ে সংশয় নাগরিকদের মনে, দীর্ঘকাল এই মাটিতে বাস করার পর প্রশ্ন উঠেছে, ‘তোমার পরিচয় কি?’ যেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, সেখানে মানবতার জয়গান গাইলেন অনুপম রায়। গানের নাম ‘পরিচয়’।  ধর্ম দিয়ে নয়, বরং মানুষের কাজই হোক মানুষের পরিচয়। হতে পারে সে পুলিশ-উকিল, শিক্ষক-চিকিৎসক কিংবা শিল্পী। তার কাজই হোক তার পরিচয়। মানবতার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, গানের ছত্রে ছত্রে তা বুঝিয়ে দিলেন অনুপম। গানটি অনুপম লিখেছিলেন ২০০৮ সালে। কিন্তু সমাজের বর্তমান প্রেক্ষাপট তাঁকে এই গানটি ফেরাতে বাধ্য করেছে। ধর্মের বেড়াজালে আটকে যেখানে মানবধর্মই সন্দিহান, সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতিও ভাবিয়ে তুলেছে গায়ক অনুপম রায়ের মতো শিল্পীকেও। সেই ভাবনা থেকেই এল অনুপমের ‘পরিচয়’। গানের প্রতিটা শব্দের মধ্য দিয়েই প্রতিবাদে শামিল হলেন- “যদি ওরা হিংসা বেঁচে খায়, উগ্রবাদের বিষ ঢালতে চায়/ যুক্তিবাদের তর্কে জিতে যাও/ ধর্মের শিকলে মানুষকে বেঁধো না/ ঘৃণার পতাকা উড়তে দিও না।”

শুনে নেওয়া যাক গানটি-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *