বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে যে বলিউড ভাইজান খুবই ভালোবাসেন তা এতদিনে প্রায় সবারই জানা। শ্যুটিং বা অন্য কাজের ফাঁকে ভাই-বোনের ছেলে মেয়েদের সঙ্গে আন্তরিক সময় কাটাতে দেখা যায় সলমান খানকে। এবার সেই সুযোগ হাতছাড়া করলেন না তিনি। বর্তমানে সলমান খান ব্যস্ত তাঁর আগামী ছবি ‘রাধেঃ ইওর মোস্ট অয়ান্টেড ভাই’-এর শ্যুটিংয়ে। সেটের একটি ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে ছোট্ট এক মেয়েকে জড়িয়ে ধরে আদর করছেন ভাইজান। সেটে বেশ খানিকটা সময় কাটান ছোট্ট ইয়াশিকা ওয়াডকের সঙ্গে। নীল ডেনিম ও গোলাপি টপ পরা ইয়াশিকাকে প্রথমে গালে চুম্বন করেন ভাইজান। তারপর জড়িয়ে ধরেন তাকে। সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশের পরই সলমান ভক্তদের মন জিতে নিয়েছে এই ভিডিয়ো।
https://www.instagram.com/p/B8-c1bEHMHX/?utm_source=ig_web_copy_link