অ্যাসিড আক্রান্ত বাঙালি মেয়ের বিয়ে দিলেন কিং খান

অভিনয়ের পাশাপাশি নিজের মানবিক সত্ত্বা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। সমাজসেবামূলক কাজে অনন্য নজির গড়ে তুলেছেন সকলের কাছে। শুধু দেশেই নয়, সারা বিশ্বে জিতে নিয়েছেন সেরার সেরা শিরোপা।  সাত বছর আগেই ‘মীর ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠা করেন কিং খান৷ অ্যাসিড হামলায় আক্রান্ত মেয়েদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই এই সংগঠন গড়ে তুলেছেন বলিউড বাদশাহ।   ‘মীর ফাউন্ডেশন’-এর এক অনুষ্ঠানে শাহরুখ খান একবার বলেছিলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়াবেন। তাঁর অবর্তমানে এই সংস্থার সমস্ত দায়িত্ব সামলাবেন তাঁর মেয়ে সুহানা খান।  মীর ফাউন্ডেশনের একজন সদস্যা  হলেন বাঙালি মেয়ে সঞ্চয়িতা। তাঁর বিয়ের যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন শাহরুখ। মীর ফাউন্ডেশনের অনুপ্রেরণায় বাংলার মেয়ে সঞ্চয়িতা ও শুভ্রর বিয়ে দিয়েছেন বলিউডের কিং খান। শুধু বিয়ের দায়িত্ব নেওয়াই নয়, সঞ্চয়িতাকে বিয়ের শুভেচ্ছা জানাতেও ভোলেননি শাহরুখ। শুভ্রর সঙ্গে সঞ্চয়িতার সুখী দাম্পত্য কামনা করে তাঁদের বিয়ের ছবিও শেয়ার করেন কিং খান। সঞ্চয়িতা আর শুভ্রর বিয়ের ছবি শেয়ার করে শাহরুখের মীর ফাউন্ডেশন৷ তাদের নতুন জীবন সুখের হোক, সঞ্চয়িতা-শুভ্রকে শুভেচ্ছা জানিয়েছে মীর ফাউন্ডেশন। মীর ফাউন্ডেশনের করা সেই পোস্ট শেয়ার করে শাহরুখ লিখেছেন, ” অভিনন্দন সঞ্চয়িতা । শুভ্র আর তুমি একসঙ্গে একটা নতুন জার্নি শুরু করেছ, তোমাদের অনেক শুভেচ্ছা ।’’ মীর ফাউন্ডেশনটিতে ১২০ জন আপাতত রয়েছে। যার পুরো ব্যয়ভার বহন করছেন শাহরুখ নিজেই। অ্যাসিড হামলায় নষ্ট হয়ে গেছে কারোর মুখের একাংশ, কারোর বা চোখ,যাদের প্রত্যেকেরই এই মুহূর্তে নানা ধরণের অস্ত্রোপচার চলছে। সেই সমস্ত নারীদের বেঁচে থাকার লড়াইয়ে অনুপ্রেরণা এই মীর ফাউন্ডেশন। সঞ্চয়িতার মতো আরও অনেককেই জীবনে এগিয়ে চলার সাহস এবং উৎসাহ দিয়েছেন শাহরুখ খান। এর আগেও ফাউন্ডেশনের সদস্যা অনুপমার বিয়েতেও ট্যুইট করে শুভেচ্ছা জানান বলিউডের বাদশা। ট্যুইটারে দুজনের সঙ্গে ছবিও শেয়ার করেন বলিউডের কিং খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *