ক্যারাটে থেকে ঋতুস্রাব, সবকিছু নিয়েই সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিলেন মিমি

নির্বাচনী প্রচারের সময় থেকেই তিনি বলেছিলেন, জয়ী হলে মানুষের পাশে থাকবেন। কাজ করবেন সবার জন্য। আর সেই কথা রেখেছেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। মেয়েদের জন্য অভিনেত্রী সাংসদের বিশেষ উদ্যোগ প্রোজেক্ট ‘সুকন্যা’। বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে মেয়েদের জন্য বিশেষ আত্মরক্ষার পাঠ। কিক বক্সিং থেকে ক্যারাটে সবই থাকছে সেই পাঠে। সমস্যায় পড়লে প্রাথমিক আত্মরক্ষাটুকু যাতে মেয়েরা নিজেরাই করতে পারেন সেই জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। শুধু আত্মরক্ষা নয়, এবার মিমির নজরে মেয়েদের স্বাস্থ্য এবং ঋতুস্রাবীয় পরিচ্ছন্নতা অর্থাৎ Menstrual hygiene। কিছুদিন আগেই তাঁর এলাকার কিছু স্কুলে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসিয়েছেন তিনি। তবে শুধু এই ভেন্ডিং মেশিন বসিয়েই যে তাঁর কাজ শেষ এমনটা মনে করেন না তিনি। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া বজায় রাখতে সোনারপুর অতুলকৄষ্ণ বিদ্যায়তনে বৄহস্পতিবার বিকেলে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল তাঁর উদ্যোগে৷ এই আলোচনাসভায় সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের মোট ২৬টি স্কুলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন সেই কেন্দ্রের বিধায়ক মাননীয় জীবন মুখোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক, পুরমাতা সোনালী রায় এবং এই প্রজেক্টের কর্ণধার সুতনু ঘোষ৷ সেই আয়োজন সভাতেই মেয়েদের কল্যাণার্থে সুকন্যার তরফে এবার নতুন করে বেশ কয়েকটি স্কুলে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিনের জন্য আবেদন জানানো হয়েছে৷ মহিলাদের মুত্রনালী সংক্রামক ও জননেন্দ্রীয় নালিকা সংক্রামক ঠেকাতেই সাংসদের এই বিশেষ উদ্যোগ৷ শুরু থেকেই যাতে মেয়েরা এই বিষয়ে পর্যাপ্ত শিক্ষা পায় তারজন্য স্কুলের ছাত্রীদের নিয়েই এই প্রশিক্ষন শিবিরের আয়োজন করেছেন মিমি৷ সকলের মধ্যে সচেতনতা তৈরি হলে সফল হবে তার এই উদ্যোগ। এমনকী, ঋতুস্রাব থেকে সংক্রমণ ছড়িয়ে আর একটিও মৄত্যু যাতে না হয় তা নিশ্চিত করা যাবে৷স্কুল থেকেই মেয়েরা যাতে এই বিষয়ে সচেতন থাকে এবং সুশিক্ষা পায় তার জন্যই মিমির এই বিশেষ প্রোজেক্ট।

যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে বিশেষ প্রশিক্ষন শিবিরের আয়োজনলোকসভা নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায়…

Posted by MP Mimi Chakraborty on Thursday, 27 February 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *