আবারও বাংলা সিনেমার পর্দায় দেখা যাবে তুহিনা দাস-কে। অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’ ছবিতে বৃন্দার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার তিনি অভিনয় করবেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরির পরবর্তী ছবি ‘যতীন দারোগার বেদান্ত’-তে। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য গড়ে উঠেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু। এই ছবিতে মিলি চরিত্রে অভিনয় করছেন তুহিনা। মিলি একজন বুদ্ধিমতী মেয়ে। তার দিদির থেকে যে সে সুন্দর, তা তার জানা। তার এই সৌন্দর্যই তাকে জীবনের এক বিশেষ বাঁকে নিয়ে গিয়ে দাঁড় করায়। চরিকেটি নিয়ে তুহিনা খুবই উত্তেজিত। উত্তেজনার আরও একটা বড় কারণ, এই ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। তুহিনা জানান, ‘আমি সিনেমার ছাত্রী। কবিদার (পরিচালকের ডাকনাম) কাছে কাজ শিখব, একটা অন্যরকমের ন্যারেটিভের অংশ হব ভেবেই ভাল লাগছে। ঋত্বিকদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও হবে।’ সম্ভবত মার্চের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হবে।