এবার এক বাস্তব চিত্র ফুটে উঠলো পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবিতে। প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি ‘আগন্তুক’-এর টিজার। শহরের বুকে নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধারা একেবারেই নিরাপদ নয়। একের পর এক বৃদ্ধ খুন হচ্ছেন কলকাতায় কিন্তু রহস্যের কিনারা হচ্ছে না। এমনই এক হাড়হিম করা চিত্রনাট্য নিয়ে পরিচালকের এই ছবি। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবিতে মুখ্য ভুমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। টিজারে খানিকটা হলেও দেখা গেল বৃদ্ধাবেশে সোহিনীর অভিনয়। সত্যিই প্রথম ঝলকে বোঝা মুশকিল। ইংলিশ অনার্স শোভারাণী মিত্রের বিয়ে হয় ডাক্তার নিশিথ বসুর সঙ্গে। তারপর অনেককাল পেরিয়ে গিয়েছে নিশিথ আর নেই, শোভার সন্তানেরাও বাইরে। বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। আর এদিকে তার বাড়ির দিকে শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে বসে ভাড়াটেরা । অনেকেই শোভার মৃত্যু কামনা করে চলেছেন । এরই মধ্যে শোভারানীর দরজায় কেউ ধাক্কা দেয়। মৃত্যুভয়ে ভুগতে থাকেন তিনি। বারবার বলতে থাকেন, “ভয় করে আমার”। কিন্তু, নিঃসঙ্গ শোভার ডাকে কেউ সাড়া দেয় না। এভাবেই হঠাত করেই একদিন খুন হয়ে যান বৃদ্ধা শোভারানী। সবটার কেন্দ্রেই কি শোভারানীর বাড়ি নাকি অন্য কোনও রহস্য আছে? সেই জট অবশ্য খুলবে ছবি মুক্তির পরেই। দুটি বয়সেই পর্দায় আগমন ঘটবে অভিনেত্রীর। সোহিনীর বিপরীতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন ইন্দ্রদীপ। ক্যামেরার কারিগরি সামলেছেন শীর্ষ রায়। আবির ও সোহিনী ছাড়াও ‘আগন্তুক’-এ দেখা যাবে সুজন মুখোপাধ্যায়, দেবলীনা কুমার, দামিনী বেনি বসু, সিধু, দেবপ্রতিম দাশগুপ্তর মতো অভিনেতাদের।