জনপ্রিয় কিংবদন্তি থিয়েটার অভিনেতা শ্রীরাম লাগু-কে শ্রদ্ধা জানাতে তাঁর নামে পুরস্কার ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। মারাঠি থিয়েটারে যারা নজর কাড়া অভিনয় করবেন তাদের ‘নাট্যসম্রাট শ্রীরাম লাগু’র নামাঙ্কিত একটি বিশেষ উপাধি দেওয়া হবে। মূলত নাট্যজগতের কলাকুশলীদের বিশেষ সম্মান দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। এই বিশেষ ঘোষণা করা হয় মহারাষ্ট্র তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে। মারাঠি নাট্যজগতের কলাকুশলিদের জন্য চলতি বছরেই বিশেষ সম্মান দেওয়া হবে। মোট ১২ টি তালিকায় ১২ টি ক্যাটাগরিতে এই বিশেষ সম্মান দেওয়া হবে বলেই জানা গিয়েছে। ১৯২৭ সালের ১৬ নভেম্বর, তদকালীন বোম্বের সাতারতে জন্মগ্রহণ করেন শ্রীরাম লাগু। শ্রীরাম লাগু অভিনয়ের পাশাপাশি একজন ইএনটি বিশেষজ্ঞ ছিলেন। মারাঠি থিয়েটারের পাশাপাশি হিন্দি সিনেমা ও বেশকিছু মারাঠি সিনেমাতেও দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রীরাম লাগুকে। শুধুই অভিনয় নয় শ্রীরাম ২০-টির উপর মারাঠি নাটকও পরিচালনা করেছেন বলেও জানা যায়। একসময় বলিউডের বহু জনপ্রিয় ছবিতে চরিত্রাভিনেতার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, উত্তমকুমারের মতো ব্যক্তিত্বদের সঙ্গে। ১৯৯৭ সালে তাঁকে অভিনয়ের জন্য কালিদাস সম্মানে ভূষিত করা হয়। ২০১০ সালে সম্মানিত হন সংগীত নাটক আকাডেমির ফেলোশিপে। এছাড়া ফিল্মফেয়ারের একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। হিন্দি ও মারাঠি মিলিয়ে একশোর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। রিচার্ড অ্যাটেনবরোর ‘গান্ধী’ ছবিতে তিনি গোখলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘ইনকার’, ‘মঞ্জিল’, ‘লাওয়ারিশ’, ‘পুকার’, ‘হেরা ফেরি’ ও ‘সরফারোশ’-এর মতো ছবিতেও তিনি অভিনয় করেছেন। ২০১৯-এ ১৭ ডিসেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা শ্রীরাম লাগু। পুণেতে এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা।