করোনা থেকে বাঁচার উপায় বললেন সলমন

বর্তমানে সারা বিশ্ব জুড়ে আতঙ্কের আর এক নাম করোনা। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে সর্বত্র। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ।  মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। চিন, ইরান, ইতালি সহ এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের নাম। করোনা ভাইরাসের বাহক হল মানুষ। মানুষের সংস্পর্শেই সংক্রমিত হচ্ছে এই করোনা ভাইরাস । মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনা আতঙ্ক এবার বলিউডে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীরাও করোনো নিয়ে আতঙ্কিত। করোনা নিয়ে এতটাই আতঙ্কিত যে অনেক অভিনেতারা নিজেদের কাজও বাতিল করেছেন। আবার কেউ কেউ সুরক্ষাবিধি মেনে যাত্রা করছেন। ইতিমধ্যেই করোনা নিয়ে প্রত্যেকেই সতর্কবার্তা দিচ্ছেন। এবার করোনা থেকে বাঁচতে ভক্তদের নয়া উপায় জানালেন সলমন খান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে জিমে হাত জোড় করে বসে আছেন ভাইজান।  ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “নমস্কার…আমাদের সভ্যতায় শুরু থেকেই নমস্কার আর সেলাম করার রীতি ছিল । কোরোনা ভাইরাস শেষ হয়ে গেলে তখন হাত মেলাও, জড়িয়ে ধরো ।” তবে শুধু সলমনই নয়, এর আগে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও করোনা নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। তিনিও বলেছিলেন, ‘করোনা থেকে নিজেদের বাঁচাতে হাত মেলানো নয়, নমস্কার জানিয়ে অভিবাদন জানান’। ভারতে কোরোনা ভাইরাসের প্রকোপ নিয়ে মত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO (World Health Organization) । আপৎকালীন পরিস্থিতি বিষয়ক ডিরেক্টর রডরিকো অফরিন বলছেন, “ভারতীয়দের এখন নিজেদের ন্যূনতম কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার ৷ ঘন ঘন হাত ধোয়া দরকার ৷ হাঁচি পেলে, মুখ ঢাকা দিয়ে হাঁচা দরকার ৷ অসুস্থ হলে দ্রুত ডাক্তার দেখানো উচিত ৷” তবে এখনই ভারতের ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও জানানো হয়েছে WHO-র তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *