গত ৬ মার্চ মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’। প্রেক্ষাগৃহে বেশ সাফল্যের সঙ্গেই চলে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা দত্ত-র এই ছবি। কিন্তু এরই মধ্যে আইনি গেরোয় জড়াল এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়-এর অভিযোগ, এই ছবির গল্প চুরি করা হয়েছে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে এক বাঙালি গৃহিনীর চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে। যার নাম শবরী। যিনি একজন সংস্কৃতের অধ্যাপক। এর পাশাপাশিই চিরাচরিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে তিনি একটি গোপন মিশনে যুক্ত। আর এই কাজে তাকে সাহায্য করে প্রমিলা বাহিনী। একটা সময়ের পর শবরীর সেই গোপন মিশন প্রকাশ্যে আসে। জানা যায় শবরী অধ্যাপনার পাশাপাশি পৌরোহিত্য করেন। বিয়ে দেওয়া থেকে পুজো, সবই করেন তিনি। এই প্রথমবার বাংলা ছবিতে দেখা যাবে সোহম মজুমদারকে। এর আগে বলিউডে ‘কবির সিং’ ছবিতে শাহিদ কাপুরের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছে সোহম। ছবির সংগীত পরিচালনা করেছেন অনিন্দ চট্টোপাধ্যায়। লেখিকা দেবারতি মুখোপাধ্যায় ছবির এই গল্প চুরির অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। লেখিকার দাবি তাঁর লেখা উপন্যাস ‘দিওতিমা’ উপন্যাসের সঙ্গে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’র হুবহু মিল রয়েছে। তাঁর উপন্যাসের গল্পের সঙ্গে সিনেমার মূল গল্পে প্রচুর সাদৃশ্য রয়েছে। যদিও লেখিকার তরফ থেকে এই নিয়ে শিবপ্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু ছবি মুক্তির পর পাঠকদের নানা প্রশ্নের সম্মুখীন হয়েই তিনি আবারও সরব হয়েছন সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, তিনি আইনি পথে হাঁটার কথাও ভাবছেন। তবে এই প্রথমবার নয়, এর আগে ‘পোস্ত’, ‘প্রাক্তন’ ছবির গল্প নিয়েও একই অভিযোগ উঠেছিল উইন্ডোজ প্রোডাকশনের বিরুদ্ধে। ফের আবারও গল্প চুরির অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।