জি সিনে অ্যায়ার্ড-এর গ্যালারি দর্শকশূন্য

প্রত্যেক বছর জি সিনে অ্যায়ার্ড  দেখতে হাজির হন বহু মানুষ। ঘটা করে রেড কার্পেটের আয়োজন করা হয়। তবে এবার প্রায় দর্শকশূন্য গ্যালারির সামনেই পারফর্ম করলেন তারকারা। যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে সেকারণেই সাধারণ দর্শকের অনুষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেরা অভিনেতা, সেরা গায়ক, সেরা অনস্ক্রিন জুটির পুরস্কার জিতে এবারও জি সিনে অ্যায়ার্ড-এ বাজিমাত করেন রণবীর সিং।  একসঙ্গে এতগুলি পুরস্কার জিতে নেওয়ার বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদ বলেই উল্লেখ করেছেন রণবীর। আগামী ২৮ মার্চ অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হবে।

২০২০-র জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কারপ্রাপকের তালিকাঃ

সেরা অভিনেতারণবীর সিং (গলি বয়)

সেরা অভিনেত্রীতাপসী পন্নু (বদলা)

সেরা অনস্ক্রিন জুটিরণবীর সিং সিদ্ধান্ত সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়)

সেরা অভিনেতা কৌতুকশিল্পীকার্তিক আরিয়ান (পতি, পত্নী অউর )

সেরা নবাগত অভিনেতাসিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়

সেরা নবাগত অভিনেত্রীঅনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দ্যা ইয়ার)

সেরা বিনোদন শিল্পীআয়ুষ্মান খুরানা (বালা, ড্রিম গার্ল, আর্টিকেল ১৫)

সেরা সঙ্গীত পরিচালকসচেতপরম্পরা (কবীর সিং)

সেরা অ্যাকশন ডিরেক্টরপারভেজ শেখ, পল জেনিংস (ওয়ার)

সেরা সিনেমাটোগ্রাফিবস্কো, সিজার (ওয়ার)

সেরা ভিসুয়্যাল এফেক্ট–  YRS (ওয়ার)

সেরা কস্টিউড ডিজাইনমনীশ মালহোত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *