টিজারেই বাজিমাত ‘ড্রাকুলা স্যার’-এর  

‘রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’-এই বিশেষ সতর্কবার্তা দিয়ে প্রকাশ্যে আসে ‘ড্রাকুলা স্যার’-এর পোস্টার।  দেবালয় ভট্টাচার্যের আগামী সিনেমা ‘ড্রাকুলা স্যার’ -এর ক্যাচলাইন হিসাবে এই বাণীটিই ব্যবহার করা হচ্ছে। পোস্টারের পর এবার প্রকাশিত হল এই ছবির টিজার। এক্কেবারে ভিন্ন রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ‘এই মৃত্যুর উপত্যকা আমার দেশ না’ দিয়ে শুরু হচ্ছে টিজার। এই ছবিতে অনির্বাণের চরিত্রের নাম রক্তিম আর মিমির নাম মঞ্জুরী। ১৯৭১ সালে ‘রক্তিম’ (অনির্বাণ)-এর জীবনে ঘটে যাওয়া বেশকিছু ঘটনাকে কেন্দ্র করেই এগোবে এই ছবির গল্প। প্রতিশোধ ও ভালোবাসার মোড়কে নতুন ধরনের গল্প দর্শকদের উপহার দেবেন দেবালয় ভট্টাচার্য। ছবিতে অনির্বাণ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, যার দুটো দাত উঁচু, তাঁর সামনের দুটি গজ দাঁত প্রয়োজনের তুলনায় একটু বেশি বড়। কিছুটা ‘ড্রাকুলা’-এর মতো । আর তা নিয়ে পড়ুয়াদের মধ্যে মজার শেষ নেই। ছাত্ররা তাঁর ডাকনাম দেয় ‘ড্রাকুলা স্যার’। পরে ওই দুটি দাঁতই তাঁর দুনিয়াটাকে পুরো পালটে দেয় । আর সেটাই ফুটে উঠবে ছবিতে ।  ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। সাংসদ হওয়ার পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, কাঞ্চন মল্লিক এবং স্যামুয়েল আলম। ১ মে মুক্তি পাবে ‘ড্রাকুলা স্যার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *