লন্ডনে শ্যুটিংয়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী ও জিৎ। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখেন মিমি-জিৎ। মিমি মাস্ক না পরে থাকলেও জিতের মুখে ছিল মাস্ক। এদিন কলকাতা বিমানবন্দরে নামা মাত্রই বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় দুই তারকাকে। রাজ্য সরকারের নির্দেশ মতো আপাতত আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। লন্ডনে ‘বাজি’ সিনেমার শুটিংয়ের জন্য উড়ে গিয়েছিল গোটা টিম। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ১৮ মার্চের পর ইউরোপ থেকে দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। সেক্ষেত্রে দেশে ফিরতে হলে ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। এরপরই শুটিং বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানান মিমি, জিৎরা। মঙ্গলবার জিৎ টুইট করেন, বিশ্বজোড়া করোনা ত্রাসের মধ্যে তাঁরা সম্পূর্ণ টিম নিয়েই দেশে ফিরে আসবেন যত তাড়াতাড়ি সম্ভব। লন্ডনে যাওয়ার সময়ে ছবি টুইট করেন মিমি লিখেছিলেন, “কাজের প্রতি দায়বদ্ধতার জন্য আমাকে উড়ে যেতে হচ্ছে লন্ডনে। নিজেকে বাঁচানোর জন্য় সমস্ত সতর্কতামূলক ব্যবস্থাই নিয়েছি।” দেশে ফিরে সংবাদমাধ্যমকে মিমি জানিয়েছেন, এখন কিছুদিন নিজেদের আইসোলেশনে রাখবেন। কারণ বিদেশ ফেরত সবাইকে নিজেদের আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছে সরকার। লন্ডনে করোনা নিয়ে বিশেষ সতর্কতা তাঁর চোখে পড়েনি বলে জানিয়েছেন মিমি। খুব-একটা কারও মুখে মাস্কও নাকি থাকত না।
Traveling to London today work commitments.
Trying to take all possible precautions rest is unpredictable 😷 pic.twitter.com/DL7a6uXuqO— Mimssi (@mimichakraborty) March 13, 2020