উত্তরপ্রদেশঃ তথ্য গোপন করে আম জনতাকে বিপদে ফেলার দায়ে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ৷ লন্ডন থেকে ফিরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কনিকা৷ কিন্তু তিনি যে লন্ডন থেকে ফিরেছেন, সেই তথ্যই প্রশাসনের কাছে গোপন করে গিয়েছিলেন কনিকা৷ উল্টে লখনউতে এসে বেশ কয়েকটি পার্টিতে যান তিনি৷ ফলে গায়িকার থেকে অন্যান্যদের শরীরেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে৷ শুধু তাই নয়, লখনউতে তাজ হোটেলে থাকাকালীন তাঁর সঙ্গে অনেকে দেখাও করেছিলেন৷ সবমিলিয়ে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি৷ সূত্রের খবর, গতকাল রাতে নিজের বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই বৈঠক থেকেই কনিকার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেন তিনি৷ সেদিনের পার্টিতে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে গৃহবন্দি থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ সেই তালিকায় রয়েছেন অনেক নেতা-মন্ত্রীরাও৷ অন্যদিকে কনিকা কাপুরের গোটা পরিবারকেই পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। এদিকে আপাতত তাজ হোটেল লখনউ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও হোটেল বন্ধের কোনও কারণ উল্লেখ করা হয়নি । তবে সূত্রের খবর কণিকা কাপুর করোনা আক্রান্ত হওয়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার সন্ধেবেলায় জেলাশাসক যে নির্দেশিকা জারি করেন তাতে লেখা রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাজ হোটেল বন্ধ থাকবে।