বহুবার ভারতীয় টেলিভিশনে রামায়ণের বিভিন্ন শো সম্প্রচারিত হয়েছে, কিন্তু পরিচালক রমানন্দ সাগরের রামায়ণ রামায়ণ-এর কোনও তুলনা নেই। বেশ কিছুদিন ধরেই সোশাল মিডিয়ার মানুষেরা দাবি করে আসছিলেন রামায়ণ-এর পুনঃসম্প্রচারের। এবার দর্শকদের সেই অনুরোধ পূরণ করতে চলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। টানা ২১ দিনের লকডাউনে দেশবাসীকে ঘরে বাঁধতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।লকডাউনের জেরে সিনেমা, টিভি, ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ। ফলে দেশের আম পাবলিকের বিনোদন পুরোপুরি বন্ধ। সিরিয়ালগুলির নতুন পর্ব সম্প্রচার যেমন বন্ধ। তেমনই বন্ধ সিনেমা হলগুলি। এ যুগের অনেকেই মোবাইলে অ্যাপের মাধ্যমে নানারকম সিনেমা, সিরিজ় দেখে সময় কাটাতে পারলেও, পুরনো যুগের বহু মানুষই এসবে স্বচ্ছন্দ নন। তাঁদের কথা ভেবেই উদ্যোগ নিয়েছে দূরদর্শন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর টুইট করে জানান, দর্শকের অনুরোধেই শনিবার থেকে দূরদর্শনের পর্দায় ফিরছে রমানন্দ সাগরের ‘রামায়ণ’। মন্ত্রী টুইটে লেখেন, “জনতার দাবি মেনে ২৮ মার্চ থেকে দূরদর্শনে রাময়াণ আবারও পুনঃসম্প্রচার করা হবে। সকাল ৯টা থেকে ১০টা একবার দেখানো হবে। আরেকবার দেখানো হবে রাত ৯টা থেকে ১০টা।” দু-দিন আগে প্রসার ভারতীত সিইও শশী শেখর জানিয়েছিলেন, তারা এই বিষয়টির উপর কাজ করছেন। শুক্রবার, প্রকাশ জাভেদকর বিষয়টি নিয়ে টুইট করেন এবং সেই সঙ্গে আশ্বস্ত করেন জনতার দাবি মেনেই পুনরায় সম্প্রচারিত হবে রামায়ণ। প্রসার ভারতীর সিইও জাভেদকর ও সাগর পরিবারকে ধন্যবাদ জানিয়ে, শো চালু করার বিষয়ে একাধিক টুইট করেছেন। লিখেছেন, স্যার, আপনার দিকনির্দেশ ও সহায়তায় জন্য ধন্যবাদ। তিনি আরও বলেন, দূরদর্শনের একটি দল গতকাল থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে এবং সারারাত কাজ করার পর এটি সম্ভবপর হয়েছে। সারারাত নিজের পরিবারের থেকে দূরে থেকে কাজটি সম্পন্ন করেছেন। টিমের সকলকে ধন্যবাদ। এই দুঃসময়ে যু্দ্ধকালীন তত্পরতায় দর্শকদের কথা ভেবে কাজটি সফল করেছেন তারা। আরও একটি টুইটে প্রসার ভারতীর সিইও লিখেছেন, সাগর পরিবারকে অসংখ্য ধন্যবাদ, এই সময়ে তারা সাহায্য করে জাতির অনুরোধ রেখেছেন। সমস্ত রকম চেষ্টা করে সঞ্চিত যেটুকু কনটেন্ট ছিল তা দর্শকদের দেখার জন্য দূরদর্শন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। ৮০-র দশকের শেষের দিকে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘রামায়ণে’ অরুণ গোভিল অভিনয় করেছিলেন রামের ভূমিকায় এবং দীপিকা চিকালিয়া ছিলেন সীতা এবং হনুমানের ভূমিকায় ছিলেন দারা সিং। ১৯৮৭-এর ২৫ জানুয়ারি থেকে ১৯৮৮ সালের ৩১ জুলাই অবধি দূরদর্শনের পরদায় দাপিয়েছিল রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’। প্রায় ৩৩ বছর পর ফের এই মেগা সম্প্রচার করা হচ্ছে।
जनता की मांग पर कल शनिवार 28 मार्च से 'रामायण' का प्रसारण पुनः दूरदर्शन के नेशनल चैनल पर शुरू होगा। पहला एपिसोड सुबह 9.00 बजे और दूसरा एपिसोड रात 9.00 बजे होगा । @narendramodi
@PIBIndia@DDNational— Prakash Javadekar (@PrakashJavdekar) March 27, 2020