করোনা আক্রান্ত হয়ে প্রয়াত গ্র্যামি ও এমি জয়ী গায়ক অ্যাডাম শেলসিংগার

করোনার থাবায় ফের চলে গেলেন হলিউডের আরও এক জনপ্রিয় গায়ক অ্যাডাম শেলসিংগার। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় অ্যাডামের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অ্যাডাম। সোয়াব পরীক্ষায় তাঁর দেহে করোনার সন্ধান মিলেছিল। তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে তাঁর। নয়ের দশকের বিধ্যাত গীতিকার ছিলেন অ্যাডাম। বিখ্যাত রক ব্যান্ড ‘ফাউন্টেনস অফ ওয়ানে’র জন্য গান লিখতেন তিনি। ‘স্টেসিস মম’ ও ‘হে জুলি’র মতো হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। ‘অস্কার’, ‘গোল্ডেন গ্লোব’, ‘গ্র্যামি’, ‘এমি’র মতো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ২০০৯ সালে তিনি গ্র্যামি জেতেন। ‘A Colbert Christmas: The Greatest Gift of All’র জন্য পুরস্কার পান তিনি। সংগীতজীবনে তিনবার ‘এমি’ পুরস্কারও পেয়েছেন তিনি। করোনামুক্ত হয়ে লস অ্যাঞ্জেলেসে ফেরা অভিনেতা টম হ্যাংকসও ট্যুইট করে অ্যাডামের মৃত্যুর খবর জানিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ‘অ্যাডাম শেলসিংগারকে ছাড়া কোনও প্লেটোন হবে না। ও ওয়ান্ডার ছিল। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ওর মৃত্যু হয়েছে। আজ ভীষণ কষ্ট হচ্ছে।’ অ্যাডামের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন Dashboard Confessional-এর ক্রিস কারাব্বাও। ট্যুইটে তিনি লিখেছেন, ‘ওকে আমি সেরা মেন্টর হিসেবে জানতাম। খুব ভালো বন্ধু ছিল। করোনাভাইরাসকে সিরিয়াসলি নিতে হবে আমাদের। মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, মারা যাচ্ছেন। জানি, ঘরের মধ্যে বন্দি থাকা খুব কষ্টের, তবুও প্রাণটা তো বাঁচবে। একে অপরের খেয়াল রাখবেন। শান্তিতে থেকো আমার বন্ধু…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *