কাকাবাবু সিরিজ়ের তৃতীয় ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ঘোষণা অনেকদিন আগেই করেছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। জানা যায়, এবার কাকাবাবু যাবেন জঙ্গলে । অর্থাৎ মরুরাজ্য ও বরফের দেশের পর এবার জঙ্গল অভিযানে যাবে কাকাবাবু । সেইমতো দক্ষিণ আফ্রিকার জঙ্গলে শুটিংয়ে যান সৃজিত, প্রসেনজিৎরা। কিন্তু, বিশ্বজুড়ে কোরোনা থাবা বসাতেই সবকিছু ওলটপালট হয়ে যায়। তড়িঘড়ি শুটিং শেষ করে দেশে ফিরতে হয় ‘কাকাবাবু প্রত্যাবর্তন’-এর টিমকে। তারপরই ১৪দিনের কোয়ারেন্টাইনে চলে যান তাঁরা। গতকালই শেষ হয়েছে তাঁর কোয়ারেন্টাইনের মেয়াদ। সোশাল মিডিয়ায় সেই খবর দেন সৃজিত। কোয়ারেন্টাইনে থাকলেও চালিয়ে গিয়েছেন কাজ। কাকাবাবু-র এডিটিংয়ের কাজ থেকে শুরু করে তাঁর আগামী ছবি ‘ফেলুদা ফেরত’-এর টাইটেল ট্র্যাকের কাজ করেছেন ভিডিয়ো কলের মাধ্যমে। তাঁর কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলেও এখনও বেশ কিছুদিন ঘরবন্দি থাকতে হবে বলে মনে করছেন সৃজিত। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সরকারের নির্দেশ মতো ১৪দিন হোম কোয়ারেন্টাইনে ছিলাম। এই কটাদিন রক্ত-মাংসের মানুষ দেখার সুযোগ পাইনি। এখন শুধু লকডাউন শেষ হওয়ার দিকে তাকিয়ে রয়েছি। ১৪ এপ্রিল সরকারিভাবে লকডাউন শেষ হওয়ার কথা। কিন্তু, বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং দেশের চিকিৎসা পরিকাঠামো দেখে মনে হচ্ছে লকডাউন শেষ হতে হতে জুন মাসের মাঝামাঝি হয়ে যাবে। টেস্ট ঠিক মতো না হওয়ায় আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসছে না।”
#COVID19Pandemic #Quarantine pic.twitter.com/erzooTtKS0
— Srijit Mukherji (@srijitspeaketh) April 1, 2020
Day 12 of not seeing a human being in flesh and blood.
If we have to go down, we will not go down without a fight.
The edit of #KakababurProtyaborton starts. pic.twitter.com/inQsFlMzQZ— Srijit Mukherji (@srijitspeaketh) March 30, 2020