আবারও চর্চায় রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের খবর। রালিয়ার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই এই জুটির চার হাত এক করার কথা ভাবছেন কাপুর এবং ভাট পরিবার। মুম্বাইয়ের ব্যান্দ্রা এবং জুহুতেই নাকি দুই তারকার বিয়ের আসর বসবে। প্রথমে ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করলেও পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। ২১ ডিসেম্বর থেকেই নাকি রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। চারদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। তারপর হবে রিসেপশন। সব মিলিয়ে ১০ দিন মতো সময় লাগবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দুই পরিবারের সম্মতিক্রমেই দিন স্থির হবে। যদিও এ বিষয় এখনও মুখ খোলেননি দুই পরিবার। এর আগেও একবার রণবীর-আলিয়ার বিয়ের খবর শোনা গিয়েছিল। এমনকি তাঁদের বিয়ের ভুয়ো কার্ডও প্রকাশ পেয়েছিল। তবে এবারের খবরটা কতোটা সত্য তা সময়েই বলবে। আপাতত করোনার কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে তাঁরা নাকি এখন একসঙ্গেই থাকছেন। একটি ভিডিওয় রণবীর ও আলিয়াকে একসঙ্গে একটি আবাসন থেকে বের হতে দেখা গিয়েছে।