ষষ্ঠবার পরীক্ষার পর অবশেষে রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুর। বি-টাউনের সেলেবদের মধ্যে তিনিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ভর্তি ছিলেন সঞ্জয় গান্ধি পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-এ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সেলেব নিজে। তিনি লিখেছিলেন, ‘আশা করি আমার পরের রিপোর্ট নেগেটিভ আসবে। আমি বাড়ি যেতে চাই। আমার বাচ্চা এবং পরিবারকে খুব মিস করছি।’ গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা কাপুর। তাঁকে কোয়ারান্টাইনে (Quarantine) থাকতে বলা হলেও তিনি সেই নির্দেশ মানেননি, বরং লখনউ চলে গিয়ে কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজনৈতিক কর্মীরা। ২০ মার্চ জানা যায় তিনি করোনা পজিটিভ। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। কনিকার সংস্পর্শে আসায় নিজে থেকেই কোয়ারান্টাইনে চলে যান রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও তাঁর ছেলে দুষ্মন্ত সিংহ। তবে কোয়ারান্টাইনের নির্দেশ উপেক্ষা করার জন্য তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। আগামী কয়েক দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার। কনিকা কাপুরের কড়া সমালোচনা করেন চিত্র পরিচালক অশোক পন্ডিত। গায়িকার দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি লেখেন,”আপনার লজ্জা পাওয়া উচিত। লন্ডন থেকে ফেরার পর পাঁচতারা হোটেলে পার্টিতে গেছেন, সেখানে অন্তত একশো জনের সংস্পর্শে আসার পরে কর্তৃপক্ষের কাছ থেকে সব লুকিয়েছেন। এখন আপনি আক্রান্ত। আপনার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য অন্যদের জীবনকেও বিপদে ফেলেছেন।”
Singer Kanika Kapoor has been discharged from Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences (SGPGIMS), Lucknow after the report of her sixth test, came negative. (file pic) pic.twitter.com/LpWEuHyLls
— ANI UP (@ANINewsUP) April 6, 2020