প্রত্যন্ত গ্রামে পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য মোবাইল টাওয়ার বসালেন সোনু

লকডাউনের জেরে বন্ধ হয়েছে দেশের স্কুল-কলেজ। এমতাবস্থায় ছাত্রদের সাহায্য করতে এগিয়ে এলেন বলিউড অভিনেতা সোনু সুদ। চন্ডিগরে একটি সরকারি স্কুলে স্মার্টফোন দেওয়ার পাশাপাশি হরিয়ানার গ্রামে পড়ুয়ারা যেন অনলাইন ক্লাস করার জন্য নিরবচ্ছিন্ন এয়ারটেল পরিষেবা পান তাঁর জন্য এয়ারটেলের একটি টাওয়ার বসান অভিনেতা এবং তাঁর বন্ধু করণ গিলহোত্র। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে গ্রামের একটি বাচ্চা গাছের ডালে বসে মোবাইল সিগন্যাল ধরার চেষ্টা করছে যাতে বাকি পড়ুয়ারা অনলাইনে তাঁদের পড়াশুনোর কাজ শেষ করতে পারে। সেই ভিডিওটিতে সোনু সুদ এবং করণ গিলহোত্রকেও ট্যাগ করা হয়। এরপরই তাঁদের বিষয়ে নজরে আসে। পাঞ্জাবের পিএইচডি চেম্বারের চেয়ারম্যান করণ গিলহোত্র বলেন, ‘শিশুরা কীভাবে এখনও প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য লড়াই চালাচ্ছে তা দেখে খুব খারাপ লেগেছিল। এইরকম কঠিন সময়ে আমরা এই জাতীয় প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করতে এবং অভাবীদের সাহায্য করার জন্য আমাদের ক্ষমতায় থেকে সমস্ত কিছু করব। পরিস্থিতি সম্পর্কে জানার পরে, আমি ইন্ডাস টাওয়ার এবং এয়ারটেলের সঙ্গে কথা বলেছিলাম যারা টাওয়ারগুলি ইনস্টল করতে আমাদের সহায়তা করেছিল। এই অঞ্চলে কভারেজ বাড়ানোর জন্য টাওয়ার বসানো হয় যাতে শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকেই নির্বিঘ্নে তাদের অনলাইন ক্লাস করতে পারে।’ এই উদ্যোগ সম্পর্কে বলিউড অভিনেতা সোনু সুদ বলেন, ‘শিশুরা আমাদের জাতির ভবিষ্যত এবং তারা আরও ভাল ভবিষ্যতের সমান সুযোগের অধিকারী হোক। আমি বিশ্বাস করি যে এই ধরনের চ্যালেঞ্জগুলি কখনই কাউকে তাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। প্রত্যন্ত গ্রামে অনলাইন ক্লাস করার জন্য টাওয়ার যে বসাতে পেরেছি এটাই আমার কাছে সম্মানের। এবার আর গাছে উঠে মোবাইল সিগন্যাল ধরতে হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *