চলতি মাসেই মুক্তি পেতে চলেছে এসভিএফ প্রযোজিত, দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ড্রাকুলা স্যার’। সম্প্রতি ছবির ট্রেলারও মুক্তি পেয়েছে। ছবির ট্রেলারেও পরতে পরতে রহস্য জিইয়ে রাখা হয়েছে। এবার মুক্তি পেল ‘ড্রাকুলা স্যার’ ছবির প্রথম গান ‘রাত পোহালে’। ছবির গানে উঠে এল অনির্বাণ-মিমির রসায়ন। দেবালয় ভট্টাচার্যের লেখা গানটিতে সুর দিয়েছেন অমিত ও ঈশান। গেয়েছেন ঈশান মিত্র। গানটির দৃশ্যায়নে উঠে এল অনির্বাণের মানসিক দোলাচল, উদ্বেগের ছবি। নিজের মনের সঙ্গে লড়াইয়ে ক্ষতবিক্ষত হতে দেখা গেল ‘অমল পাল’ অনির্বাণকে। গানের শুরুতে ‘মঞ্জরী’ মিমি অনির্বাণকে প্রশ্ন করলেন কোথায় যাবে পালিয়ে? উঠে এল নকশাল আন্দোলনের ছবিও। প্রতীকী ভাষায় উঠে এল রক্তচোষা মানুষের কথা। ছবির গানে অনির্বাণ, মিমি ছাড়াও দেখা গেল বিদীপ্তা চক্রবর্তী, সায়নী ঘোষ, ও রুদ্রনীল ঘোষ সহ অন্যান্যদের।